প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ২২:০৬

বগুড়ায় কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস পালন

জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের এক অনন্য কবি। যার কবিতায় প্রকৃতি, নির্জনতা ও অস্তিত্ববাদী চিন্তাধারা একসূত্রে গাঁথা। রুপসী বাংলার এই কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে বগুড়া জীবনানন্দ পরিষদ। গত মঙ্গলবার স্থানীয় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি সাফওয়ান আমিন। প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ও লিটল ম্যাগাজিন দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিক। আলোচনা সভা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন ছড়াকার আমির খসরু সেলিম, কবি সিকতা কাজল, কবি মাহাবুব টুটুল, কবি আমিনুল ইসলাম রনজু, এস এম আনিছুর রহমান, কবি আবু রায়হান, কবি শাকিবুল শাকিল। অংশগ্রহণকারী কবিরা কবি জীবনানন্দ দাশের বর্তমান সময়ের তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। মৃত্যুর এত বছর পরও কবি জীবনানন্দ দাশ যে দাপট নিয়ে বাংলা কবিতায় দাঁড়িয়ে আছেন তা ঈর্ষণীয়। উল্লেখ্য যে, কবি জীবনানন্দ দাশের জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি এবং মৃত্যু ২২ অক্টোবর ১৯৫৪।  খবর বিজ্ঞপ্তির

উপরে