প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ২৩:২৭

রোটারী ক্লাব অব বগুড়ার বিশ্ব পোলিও দিবস উদ্যাপন ও সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
রোটারী ক্লাব অব বগুড়ার বিশ্ব পোলিও দিবস উদ্যাপন ও সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালন হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবসগুলির মধ্যে একটি হলো বিশ্ব পোলিও দিবস। প্রতি বছর বিশ্বজুড়ে ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়ে থাকে। রোটারী ক্লাব অব বগুড়ার বিশ্ব পোলিও দিবস উদ্যাপন ও সাপ্তাহিক সভা প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলাম—এর সভাপতিত্বে ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় মামদুদুর রহমান হল রোটারী ভেন্যু, জামিল শপিং সেন্টার (৬ষ্ঠ তলা), দত্তবাড়ীতে অনুষ্ঠিত হয়। বিশ্ব পোলিও দিবস উদ্যাপন সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রোটা. অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, অধ্যক্ষ, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া। ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন পিএইচএফ বি, এমডি, ইভেন্ট চেয়ারম্যান প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেজাউল হক, সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান পিএইচএফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মাহাবুবর রহমান পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোছাঃ সুলতানা পারভীন শ্রাবণী পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান পিএইচএফ, রোটা. রেজাউল হক বুলু, ট্রেজারার রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. রফিকুল ইসলাম রফিক, জয়েন্ট সেক্রেটারী এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. শফিকুল ইসলাম বিপুল, ডাইরেক্টর রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ্ পিএইচএফ, পিএইচএস, রোটা. মো. আখতারুল ইসলাম আখতার, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক বলেন, বিশ্ব পোলিও মুক্তির দ্বারপ্রান্তে রোটারী ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে ফিলিপাইনে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে পোলিও নিমূর্লের জন্য পরিকল্পনা শুরু করে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী পোলিও টিকা খাওয়ানো কার্যক্রম পরিচালনা করছে। আজ বিশ্বের দুটো দেশে পাকিস্তান ও আফগানিস্তানে স্বল্প সংখ্যক পোলিও রোগী রয়েছে। রোটারিয়ানরা স্বপ্রণোদিত হয়ে পোলিও ফান্ডে অর্থ প্রদান করেন। উল্লেখ্য, ২৪ অক্টোবর পোলিও মায়েলাইটিসের টিকা আবিষ্কারক জোনাস সালকের জন্মবার্ষিকী স্মরণে এ দিবস পালন করা হয়ে থাকে। সারাবিশ্বে একসময়ে ত্রাস সৃষ্টি করেছিল পোলিও মায়েলাইটিস বা পোলিও রোগ। টিকা আবিষ্কার হওয়ার ফলে বেঁচে যায় বহু প্রজন্ম। সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। এ ভাইরাসে আক্রান্ত হলে আরোগ্য লাভের সুযোগ নেই। আক্রান্ত হওয়ার অনেক লক্ষণের মধ্যে গুরুত্ব লক্ষণ হলো জ্বর, শ্বাসকষ্ট শেষে পক্ষাঘাত বা পঙ্গু। খবর বিজ্ঞপ্তির

 

উপরে