প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ২৩:২১

কৃষিখাতকে ধ্বংসের পায়তারার অভিযোগে বগুড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
কৃষিখাতকে ধ্বংসের পায়তারার অভিযোগে বগুড়ায় মানববন্ধন
বাংলাদেশ আ’লীগের উপ—কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ কে এম মোস্তাফিজার রহমান শ্যামল এর বিরুদ্ধে কৃষিখাতকে ধ্বংসের পায়তারার অভিযোগ ও গ্রেফতারের দাবিতে রোববার বিকালে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। —চাঁদনী বাজার

কৃষিখাতকে ধ্বংসের পায়তারার অভিযোগ ও গ্রেফতারের দাবিতে বাংলাদেশ আ’লীগের উপ—কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ কে এম মোস্তাফিজার রহমান শ্যামল এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকালে শহরের সাতমাথায় বগুড়া এগ্রো ইনপুটস অনার্স এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। সংগঠনের সাধারন সম্পাদক মাহবুবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিহ জোয়াহের আলী খান। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদানকালে বলেন কৃষক পর্যায়ে সরকার সারের আমদানিতে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা ভুতুর্কি দিয়ে থাকে। কারন ফসল উৎপাদন বৃদ্ধি ও খাদ্যের পরনির্ভরশীলতা কমানো। কিন্তু ফসল আমদানিতে সরকার কোন ভুতুর্কি দেয়না বরং ৫% এইআইটি নিয়ে থাকে। কিন্তু এই মুহুর্তে এই শ্যামল ট্যাক্্র বৃদ্ধির প্রস্তাব সরকারকে প্রদান করার পায়তারা করছে। এবং এই প্রস্তাবনা ৫৮% পর্যন্ত হতে পারে যা আমরা বিসিপিএ এর নেতৃবৃন্দের মাধ্যমে জানতে পারি। এ কর্মকান্ডের ফলে ফসল সুরক্ষা শিল্পে অস্তিরতা বৃদ্ধি পাবে। ফসল উৎপাদন কমে যাবে, কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে। যার ফলে বাড়বে জনভোগান্তি। তিনি তৎকালীন সরকারের আমলে বিএএমএ নামে একটি অবৈধ সংগঠনের প্রতিষ্ঠা করেন। যা মুলত ফ্যাসিজম মডেলের একটি অলিগার বালাইনাশক মালিক শ্রেণী। তাই আমরা এই ধান্দাবাজকে অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং বিএএমএ কে নিষিদ্ধ করাসহ তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওয়াত আনার জোড় দাবি জানান নেতৃবৃন্দরা।

 

উপরে