দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি জানালো সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে দেশব্যাপী শোষণ-বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা শুরু করেছে।
কর্মসূচির প্রথম দিনে সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে সাতমাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং কমরেড সাজেদুর রহমানের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ, কমরেড আলতাফ হোসেন, কমরেড আসলাম খান, এডভোকেট মহসিন রেজা, কমরেড রেবেকা সরেণ এবং সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ।
নেতৃবৃন্দ বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজপথে অগ্রভাগে থেকে লড়াই করেছে।" তারা আরও বলেন, "ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং ঘুষ-দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।"
বক্তাগণ অবিলম্বে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তারা উল্লেখ করেন, "রাষ্ট্র ও সমাজে সর্বত্র শোষণ ও বৈষম্য বিরাজমান। সিপিবি নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নব জাগরণ সৃষ্টির মাধ্যমে জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।"
সমাবেশ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং গ্রাম-শহরে গরিব জনগণের রেশনিং ব্যবস্থার দাবিও তোলা হয়। - খবর বিজ্ঞপ্তির