প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৪ ১০:৩৬

বগুড়ায় দলিল লেখক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দলিল লেখক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ
শনিবার বিকালে শহরের মমতাজ উদ্দিন স্টেডিয়াম মাঠে বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সদর সাব রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল। - চাঁদনী বাজার

বগুড়ায় সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের খান্দার মমতাজ উদ্দিন মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় নীল দলকে ১-০ গোলে পরাজিত করে হলুদ দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব র্অজন করে। জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোকছেদুল ইসলাম রোজীর সভাপতিত্বে এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর সাব রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম টুকু, জেলা রেজিস্ট্রি অফিস কার্যালয়ের প্রধান সহকারী খান জাহিদুর রহমান, সদর সাব রেজিস্ট্রি অফিস সহকারী তানজিল আল সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিল লেখক এম এ খালেক, হাফিজ রহমাতুল্ল্যা ডাবলূ, মাসুদ পারভেজ রনি, আবু কালাম,আনোয়ার হোসেন মতিন, আলী আজম, আব্দুর রশিদ, রুহুল আমিন প্রমুখ সহ সকল দলিল লেখকবৃন্দরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অফিস কার্যালয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। খেলায় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন দলিল লেখক শেখ রাসেল। এছাড়াও নীল দলের কোচ হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম ঝন্টু,সেলিম রেজা রুপম, আকতারুল হক উজ্জল, হলুদ দলের জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ কাজল, এবং রবিউল ইসলাম প্রমুখ।

 

উপরে