প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ০১:০৫
বগুড়ায় ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠাপোষক তারেক রহমানের নির্দেশনায় বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মনিরুজ্জামানসহ আহত ৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
আমরা বিএনপি পরিবারের আহŸায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গত ১৫ বছর বিএনপির উপর জুলুম নির্যাতন চালিয়েছে। অনেক নেতাকর্মীদের খুন, গুম করেছে। অবৈধভাবে জনগণের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী শহীদ ও পঙ্গুত্ব বরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকার পতন হলেও এখনও তাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা ষড়যন্ত্র করছে। বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আগস্টের বিপ্লবকে কোনভাবেই নৎসাত করা যাবে না। বিএনপি দেশের মানুষে সাথে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, নেহার সুলতানা তিথি, আমরা বিএনপির পরিবারের সাইদুজ্জামান শাকিল, মোস্তাকিম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ প্রমুখ। শেষে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।