পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়াতে ব্যবসায় শিক্ষা/অনুষদের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্ববর, ২০২৪ শুক্রবার পুণ্ড্র ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলায় র্যালী, আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দারুণ উপভোগ্য ছিল। ব্যবসায় শিক্ষা অনুষদের রিইউনিয়ন উপলক্ষ্যে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। ইউনিভার্সিটির মূল প্রাঙ্গনে তৈরী প্যান্ডেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাস শুরু হয়ে বগুড়া রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালীতে ব্যবসায় শিক্ষা অনুষদের চলতি ও পাশ করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র্যালীতে নেতৃত্ব দেন উপাচার্য চিত্তরঞ্জন মিশ্র, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পিইউবি ট্রেজারার ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, পিএইচডি । বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের আনুষ্ঠানিকতা শেষ হয়।