প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৪:২২

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়াতে ব্যবসায় শিক্ষা/অনুষদের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।  নভেম্ববর২০২৪ শুক্রবার পুণ্ড্র ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নতুন  পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলায় ‌র‌্যালীআলোচনা অনুষ্ঠানস্মৃতিচারণ  সাংস্কৃতিক অনুষ্ঠান দারুণ উপভোগ্য ছিল। ব্যবসায় শিক্ষা অনুষদের রিইউনিয়ন উপলক্ষ্যে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। ইউনিভার্সিটির মূল প্রাঙ্গনে তৈরী প্যান্ডেলে আলোচনা  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাস শুরু হয়ে বগুড়া রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালীতে ব্যবসায় শিক্ষা অনুষদের চলতি  পাশ করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‌র‌্যালীতে নেতৃত্ব দেন উপাচার্য চিত্তরঞ্জন মিশ্রপিইউবি ট্রেজারার প্রফেসর মুহাসুজন শাহ--ফজলুলরেজিস্ট্রার এসজে আনোয়ার জাহিদপরিচালক (অর্থআবু জাহিদ মোঃ জগলুল পাশাবিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম  ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পিইউবি ট্রেজারার  ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর মুহাসুজন শাহ--ফজলুল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান প্রফেসর হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমানপিএইচডি  বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের আনুষ্ঠানিকতা শেষ হয়।   

উপরে