প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৪:৫৪

বগুড়ায় ৩ মাস মেয়াদী সাংবাদিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় ৩ মাস মেয়াদী সাংবাদিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত এবং নবাগত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল অব জার্নালিজম আয়োজিত বগুড়ায় ৩ মাসব্যাপি ফ্রি সাংবাদিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আইআইটিবি এডুকেশন কমপ্লেক্সে বগুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্যসচিব, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক ও প্রকাশক সবুর শাহ লোটাস প্রশিক্ষণ কের্সের উদ্বোধন করেন।

স্কুল অব জার্নালিজমের নির্বাহী পরিচালক এফ শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের বগুড়া শাখার প্রধান সমন্বয়ক ও দৈনিক মানবজমিনের ভ্রাম্যমান প্রতিনিধি প্রতীক ওমর, দৈনিক সকলের খবরের বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েল, সাপ্তাহিক গ্রামীন আলোর প্রকাশক ও স্কুল অব জার্নালিজমের পরিচালক আবুল কাশেম আমীন, প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর ইমাম হোসাইন রায়হান, বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষাবিদ শাহনুর শাহিন, কবি ও গল্পকার হাসান রুহুল, দিগন্ত টেলিভিশনের বগুড়া ব্যুরোর ক্যামেরাপার্সন তালহা সেলিম প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে ১১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। আগামী ৩মাস সপ্তাহের প্রতি শুক্রবার এই প্রশিক্ষণ কোর্স চলবে। - খবর বিজ্ঞপ্তির

উপরে