প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ২৩:৩৫

বগুড়ায় কিডন্যাপ করতে এসে পুলিশের হাতে ৭ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কিডন্যাপ করতে এসে পুলিশের হাতে ৭ যুবক গ্রেফতার

বগুড়া সদর থানার অধীনে নারুলী পুলিশ ফাঁড়ি নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে শহরের দত্তবাড়ী এলাকার তেল পাম্পের পাশে থেকে এক সিএনজি তল্লাশি করার সময় ৭ যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তারা একটি কিডন্যাপের উদ্দেশ্যে শহরে এসেছিল বলে পুলিশ জানায়।  

এ সময় নারুলী পুলিশ ফাঁড়ির একটি চৌকস টহল দল উত্তর চেলোপাড়ার লাশ ঘরের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। তল্লাশি চলাকালীন একটি সিএনজি থেকে গ্রেফতার করা হয় কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি চাইনিজ কুঠালি, ২টি বড় চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি বেতের লাঠি এবং নগদ ৮৯০ টাকা।  

গ্রেফতারকৃতরা হলেন-  
- বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাকারিয়া ইসলাম (২৪),  
- গোকুল পলাশবাড়ী গ্রামের মোমিন মন্ডলের ছেলে মামুন ইসলাম (২৩) (সিএনজি ড্রাইভার),  
- চালিতাবাড়ী গ্রামের মন্টু প্রামানিকের ছেলে মেহেদী হাসান (২৪),  
- গোকুল বোরহান গেট এলাকার নাহিনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (২০),  
- শিবগঞ্জ উপজেলার মহাস্থান মোজহল্লাপাড়া গ্রামের আবু সাইদের ছেলে জহির মোল্লা (১৯),  
- মহাস্থান পাথরপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে রিমন (১৮),  
- মহাস্থান প্রতাব বাজু গ্রামের মজনু মিয়ার ছেলে রহমত আলী স্বপ্ন (১৮)।  

এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একজন ব্যক্তিকে কিডন্যাপ করার উদ্দেশ্যে বগুড়া শহরে এসেছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে কিছুতে রক্তের চিহ্নও পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

উপরে