প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ০০:৫৯

বগুড়ায় ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের সিভিল সার্জন কার্যালয় ঘেরাও
সোমবার সকালে ৬ দফা দাবি বাস্তবায়নে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়া বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। - চাঁদনী বাজার
বগুড়ায় ৬ দফা দাবি বাস্তবায়নে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া আইএইচটি’র রেডিওলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোঃ নির্জন, ৩য় বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন, মাহফুজ আলম, জিহাদ হোসেন, মোছাঃ রিজভী খাতুন, ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ শেখ, তাসলিমা খাতুন প্রমুখ। 
কর্মসূচিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবিগুলো বাস্তবায়নে গত ১ মাস যাবৎ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এরপর বগুড়া জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারা শুধু মুখে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন কিছু বাস্তাবায়ন হয়নি। এজন্য আজ সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছি। 
তারা আরো বলেন, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার। এছাড়া তাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে হবে। এসময় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। 
বগুড়া সিভিল সার্জন ডা. শফিউল আজম বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবি যৌক্তিক। তবে জেলাভিত্তিক আামদের কিছু করার নাই। আমরা উদ্ধর্তন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। তারা এব্যাপারে সিন্ধান্ত নেবেন।
উপরে