প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ ০৮:৫৪

রূপালী ব্যাংক বগুড়া জোনাল অফিসের শ্রেনীকৃত ঋন হ্রাসকল্পে খেলাপী ঋন গ্রহীতাদের সাথে মত বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
রূপালী ব্যাংক বগুড়া জোনাল অফিসের শ্রেনীকৃত ঋন হ্রাসকল্পে খেলাপী ঋন গ্রহীতাদের সাথে মত বিনিময়
ছবি- বিজ্ঞপ্তির

রুপালী ব্যাংক বগুড়া জোনাল অফিসের শ্রেনীকৃত ঋন হ্রাসকল্পে খেলাপী ঋন গ্রহীতাদের সাথে মত বিনিময় সভা ১২ নভেম্বর মংগলবার বেলা ১১ টা জোনাল কার্যালয়ে বগুড়া জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহা ব্যাবস্হাপক জনাব মোহাঃ মাহবুবুল ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহা ব্যাবস্হাপক ও বিভাগীয় প্রধান রাজশাহী জনাব তানভীর হাসনাইন মঈন,বিশেষ অতিথি ছিলেন উপ - মহা ব্যাবস্হাপক বিভাগীয় কার্যালয়, রাজশাহী জনাব মোঃ আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন আবু সাঈদ মোঃআল ইমরান,মোঃ আল আমিন,জিয়াউল হক,আইয়ুব হোসেন,মাসুদ আহমেদ,আশা বিশ্বাস,মামুনুর রশীদ,শফিকুল ইসলাম,এনামুল হক,আফসানা সুলতানা, শিশির মোস্তাফিজ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, রুপালী ব্যাংক উওম সেবার নিশ্চয়তা দিতে সকল গ্রাহকের জন্য কাজ করে যাচ্ছে। আধুনিক ব্যাংকিং কার্যক্রম প্ররিচালনা করে সকল শ্রেনী পেশার মানুষের কাছে ও তাদের প্রয়োজনে উন্নয়নের সহযোগিতা অব্যাহত রেখেছে।  সকল ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকের চাহিদা মোতাবেক বিনিয়োগ করছে।নারী উদ্দ্যোক্তা সহ কৃষি উন্নয়ন বিনিয়োগ করছে।ছোট,বড়,মাঝারি শিল্পে বিনিয়োগ করে কর্মসংস্হানে অবদান রাখছে।  নতুন নতুন উদ্দ্যোক্তাদের ঋন প্রদান করে আত্নকর্মসংস্হানে সহযোগিতা অব্যাহত রেখেছে। অনেক বাস্তবতায় কখনো ঋন খেলাপী হয়ে পরছে কিছু ব্যবসায়ী ও উদ্দ্যোক্তা। আমরা আন্তরিকভাবে তাদের পাশে থেকে অর্থনৈতিক প্রবাহ সচল রাখতে কাজ করে যাচ্ছি। সকল খেলাপি ঋন আদায়ে আমরা যেমন কঠোর তেমনি জনগনের আমানতের সঠিক ব্যবহারে সচেষ্ট।  আমরা গ্রাহকদের সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে উন্নায়ন সহযোগিতা করি সর্বদা।সকল শ্রেনীকৃত ঋন হ্রাসকল্পে গ্রাহকদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছি ও সমস্যার সমাধানে নিরালস ভাবে কাজ করছি। মত বিনিময় সভার ফলপ্রসূ আলোচনা ইতিমধ্যেই অনেকেই ঋন খেলাপি হতে বের হয়ে এসেছে। - খবর বিজ্ঞপ্তির
উপরে