প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪ ০০:২৫
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে-ভোক্তার জরিমানা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় রাজাবাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকারের অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা আদায় করেছে জেলা টাস্কফোর্স কমিটি।গত রবিবার বিকালে শহরের রাজা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি) মেহেদী হাসান।
এসময় টাস্কফোর্স কমিটির ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সম্পাদক ক্যাব এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি ও জেলা পুলিশের চৌকস টহল দলের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন৷
এতে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি) মেহেদী হাসান জানায়, অভিযান পরিচালনা কালে মেসার্স রাজু স্টোর এর বিরুদ্ধে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়। এই অপরাধের কারণে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও রাজা বাজারের সকল ব্যবসায়ীকে সতর্কতা আদেশ নির্দেশ প্রদান করা হয়।