প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪৫

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী তথ্যমেলা শুরু

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী তথ্যমেলা শুরু
বগুড়ায় শহীদ খোকন পৌর শিশু পার্কে দুদিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। ছবি- বিজ্ঞপ্তির

‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে দুদিনব্যাপী তথ্যমেলা।

সোমবার (২ ডিসেম্বর, ২০২৪) বিকেলে শহীদ খোকন পৌর শিশু পার্কে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেলার উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি প্রফেসর ওসমান গনি সভায় সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য দেন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল।

এছাড়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিনিধি ও কো-অর্ডিনেটর আতিকুর রহমান তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙে সবার জন্য তথ্য অবমুক্তকরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দুদিনব্যাপী এই মেলায় বিভিন্ন স্টল, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতামূলক প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন।

 

উপরে