বগুড়ায় জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় গালাপট্রিস্থ শ্রমিক দল কার্যালয়ে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ম সভা সংগঠনের সভাপতি সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরু। সভায় বগুড়ার হোটেল. রেস্তোরাঁ. দই. মিষ্টি. ফাস্টফুড. চাইনিজ. বিরিরানী হাউসে কর্মরত শ্রমিক কর্মচারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি সমূহ সংগঠনের সদস্যদের সদস্য পরিচয় পত্র কার্ড নবায়ন করা, নতুন সদস্য ভর্তি করা, মাসিক চাঁদা উত্তোলন, হোটেল সেক্টরের জন্য প্রচলিত শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি দপ্তর ও হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি সহ বিভিন্ন বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ও চিঠিপত্র প্রদান, হোটেল রেস্তোরাঁ শ্রমিক কর্মচারীদের শ্রম আইন ও অধিকার এবং জাতীয়তাবাদ এর নীতি আদর্শ সম্পর্কে আস্থা বিশ্বাস অর্জনে স্বচেতন করার জন্য সেই সাথে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদের পোস্টার, প্যানা, লিফলেট, হ্যান্ডবিল বিতরণ এবং মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা, সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করার জন্য বগুড়া জেলায় সকল উপজেলা ও পৌর এলাকায় বিশ্রামাগার উপ-কমিটি গঠন করা করা সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস আলম,বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মুহাঃ আব্দুল মোমিন মন্ডল, সহ-সভাপতি সমেশ উদ্দিন, আজিজুল ইসলাম, জালাল উদ্দীন বাবুর্চি, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া,নজরুল ইসলাম, উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মইদুল ইসলাম, কোষাধক্ষ্য শহিদুল পাং ইসলাম, দপ্তর সম্পাদক মামুন ইসলাম, প্রচার সম্পাদক নুরুন নবী,ধর্মীয় সম্পাদক আব্দুল লতিফ, ক্রিড়া সম্পাদক নাজমুল হক, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক এরশাদ, হোসেন বাবু, কার্যকরী সদস্য আবুল কালাম, শহিদুল ইসলাম কারিগর সহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ। - খবর বিজ্ঞপ্তির