প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৫

বগুড়ায় নাইটগার্ডকে বেঁধে কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা

নামুজা, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ায় নাইটগার্ডকে বেঁধে কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই বটতলী বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল নাইটগার্ডকে জিম্মি করে কীটনাশক ওষুধের একটি দোকানের তালা ভেঙে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরের দল একটি পিকআপ গাড়ি নিয়ে বাজারে আসে। নাইটগার্ডকে কৌশলে ডেকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে বাজারে অবস্থিত কুশলিহার গ্রামের সোহাগের মালিকানাধীন মেসার্স সোহাগ ট্রেডার্স দোকানের তালা ভেঙে নগদ টাকা ও কীটনাশকসহ বেশকিছু মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকান মালিক সোহাগ জানান, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

স্থানীয়রা জানান, সম্প্রতি একইভাবে নামুজা বাংলাবাজার ও বুড়িগঞ্জ বাজারে আরও তিনটি কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

উপরে