প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪ ০১:২২

বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফারুক। - ফাইল ছবি

১১ ডিসেম্বর, বগুড়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে তিনি বগুড়া শহরের কামারগাড়ি এলাকার নিজ বাসভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন।

মুক্তিযুদ্ধের সময় এস. এম. ফারুক ৭ নম্বর সেক্টরের একজন সাহসী যোদ্ধা ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তার নেতৃত্বে বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয় এবং তিনি এই সংসদের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার সময় তিনি বগুড়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনোনীত হন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে বৃহত্তর বগুড়া সদর আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে তার কর্মদক্ষতা ও নেতৃত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বগুড়ার আর্থ-সামাজিক উন্নয়নে এস. এম. ফারুকের অবদান আজও স্মরণীয়।

তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার থেকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং গরিব ও দুঃস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ। মরহুমের কনিষ্ঠ পুত্র সৈয়দ আহনাফ তাজওয়ার জানান, তার পিতার স্মৃতি ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই এই আয়োজন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফারুক তার কর্মজীবন ও নেতৃত্বের মাধ্যমে বগুড়ার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবেন। তার আদর্শ ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। - খবর বিজ্ঞপ্তির

উপরে