প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:১৫

ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তিঃ
ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় আধিপত্যবাদী মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় সচেতন নাগরিক সমাজ বগুড়ার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানা। এছাড়াও বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মহসিন আলী রাজু, সাংবাদিক নেতা মীর্জা সেলিম রেজা, এফ শাহজাহান, আবুল কালাম আজাদ, খন্দকার আব্দুর রশিদ প্রবাল, মাজেদুর রহমান, মামুন-উর-রশিদ, ইনছান আলী শেখসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে চালানো নানা অপপ্রচার এবং ষড়যন্ত্র বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপকৌশল। জনগণকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি ধরে রাখতে সাংবাদিক সমাজের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেরদৌসুর রহমান, সাইফুল ইসলাম, সাংবাদিক আল মমিন, ইউনুস আলী, জাফর আহম্মেদ মিলন, রাফু ইসলাম, হারুন উর রশিদ, আল আমিন, সানাউল হক শুভ, মীর্জা আহসান হাবিব দুলাল, গোলজার হোসেন মিঠু, আজিজুল হাকিম রোমান, আলী হায়দার মিঠুসহ আরও অনেকে।

উপরে