প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:১৬

বগুড়া আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়া আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বিজয় দিবস উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে হারিয়ে তারা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। 
 
অনুষ্ঠানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল ওয়াহেদ সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী তৌহিদুল আলম উপস্থিত ছিলেন। 
 
 
রবিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে ফাইনাল রাউন্ডের বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হাই, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, ইতিহাস বিভাগের প্রভাষক আরিফুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাসলিমা খাতুন। 
 
 
ফাইনাল রাইন্ডে বিতর্কের বিষয় ছিল- সুশাসনই পারে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে। এই বিষয়ের পক্ষে বক্তব্য দেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং বিপক্ষে বক্তব্য দেন প্রাণিবিদ্যা। দুই গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এতে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিজয়ী দলের দলনেতা মেহেরীন আকতার।
 
 
ফাইনাল রাউন্ডের বিতর্কে সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি অরুপ রতন শীল, সাবেক বিতার্কিক সামিউল হাসিব সম্পদ, ক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক ইজমা মোফফাজ ছেতু পুষ্পিতা, অর্থ সম্পাদক মিম খাতুন, সদস্য খাত্তাব হোসেন, মহসিনা ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
উপরে