সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুন্নীয়ত বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সতর্কবার্তা
সুন্নীয়তের সকল হক্বানী আলেম, পীর-মুর্শিদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছেন উত্তরবঙ্গ (সকল জেলা) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি ও হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ এমএমডি. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী।
প্রতিষ্ঠানটির প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, কোনো হক্বানী অলীর মাজার ও দরবার শরীফে ওহাবী-খারেজী গোষ্ঠীর আক্রমণ এবং সুন্নীয়তের কোন আলেমের মাহফিল বন্ধের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অন্যায় কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে।
তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেন, “যদি সুন্নীয়তের হক্ব পীর-মুর্শিদ ও হক্বানী আলেমদের বিরুদ্ধে অন্যায় মামলা ও হামলা বন্ধ করা না হয়, তবে কোটি কোটি ভক্ত-মুরিদগণ প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হবে, ইনশা-আল্লাহ্।"
তিনি আরও জানান, সুন্নীয়ত রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির মোকাবিলা করা হবে।