প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২১:৫২

বগুড়ায় চিরকুটের মাধ্যমে সমন্বয়ককে ধর্ষণের হুমকি!

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় চিরকুটের মাধ্যমে সমন্বয়ককে ধর্ষণের হুমকি!
হুমকি দেওয়ার চিরকুট। ছবি- সংগৃহিত

বগুড়ায় সমন্বয়ককে চিরকুটের মাধ্যমে ধর্ষণ করার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এমন এক চিরকুট বুধবার দিনব্যাপি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পাবলিক গ্রুপে একটি চিরকুট দেখা যায়। আর তাতে লেখা রয়েছে" ম্যাডাম প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিলো? একা কি একদিনো আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গীতো হব আমরা, তৈরি থাকেন, প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাবার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু " ওপর আরেকটি চিরকুটে লেখা রয়েছে তৈরি থাকেন। 

এই চিরকুট পাবার পড় আতংকে তারা তাদের পরিচয় সামনে আনতে চাচ্ছেন না। জানা যায়, বগুড়া শাজাহানপুর থানাধীন কৈগাড়ি এলাকার -ছদ্মনাম সোনিয়া আকতারের বাড়ির বারান্দায় কে/বা কারা এই চিরকুটটি কোন এক সময় রেখে যায়। এসব তথ্য জানান ঢাকায় বসবাসরত ওই মেয়ে সমন্বয়কের ছোট ভাই। ুুুুুএ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাকিব খান বলেন, ইতিমধ্যেই আরও একটি সমন্বয়েকের বাড়ির দেয়ালে লিখে হত্যার হুমকি দিয়েছেন। আমরা মনে করি বগুড়ার প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখনই যদি এই বিষয়গুলো'র ব্যবস্থা না নেয়া হয় তাহলে সামনে সমন্বয়কদের জন্য বড় বিপদ হানা দেবে। বিষয়টি নিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন বিষয়টি আমার জানা নাই, আমি ওই এলাকায় আমার অফিসারদেরকে পাঠিয়ে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

উপরে