টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতাল ও মেডিহেল্প ফারটিলি সেন্টারের যৌথ উদ্যোগে বন্ধ্যাত্ব দূরীকরণ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতাল ও মেডিহেল্প ফারটিলি সেন্টারের যৌথ উদ্যোগে গতকাল বুধবার ঢাকার টিএমএসএস প্রধান কার্যালয়ে বন্ধ্যাত্ব সমস্যা ও এর সমাধান বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য:
ইন্ডিয়ার ইয়োলো ফারটিলাইজ এন্ড আইভিএফ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডাঃ শাবানা খাতুন ফারটিলিটি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য:
ইন্ডিয়ার ইয়োলো ফারটিলাইজ এন্ড আইভিএফ সেন্টারের বিজনেস প্রধান সুরজিত কুমার এবং টিএম গ্রুপের চেয়ারম্যান এ.এইচ.এম ময়েন উদ্দীনও কর্মশালায় বক্তব্য প্রদান করেন।
উল্লেখযোগ্য কার্যক্রম:
ফারটিলিটি বিশেষজ্ঞ ও টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. হাসনা হোসেন আথী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীরা:
কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগণ, কনসালটেন্ট, ডাক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৫০ জন। আরও ১০০ জন অনলাইনের মাধ্যমে কর্মশালায় যুক্ত ছিলেন।
অতিথিদের কার্যক্রম:
কর্মশালার শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ ধরনের উদ্যোগ বন্ধ্যাত্ব সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।