প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ২১:২২

USAN ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট স্কোয়াডের বিজয়

নিজস্ব প্রতিবেদক
USAN ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট স্কোয়াডের বিজয়

নন্দীগ্রাম উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম (USAN) কর্তৃক আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট স্কোয়াড জয়ী হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

দলের পরিচিতি ও ফলাফল:

প্রেসিডেন্ট স্কোয়াড: সংগঠনের সভাপতি মো. মাহদী হাসান আল আমিন অধিনায়কত্ব করেন।

সেক্রেটারি স্কোয়াড: সংগঠনের সাধারণ সম্পাদক মো. তাজিজুল ইসলাম তুহিন অধিনায়কত্ব করেন।

প্রেসিডেন্ট স্কোয়াড ৩-১ গোলের ব্যবধানে সেক্রেটারি স্কোয়াডকে পরাজিত করে।

ম্যাচের প্রধান মুহূর্তসমূহ:

প্রেসিডেন্ট স্কোয়াডের গোলদাতারা:

রবিউল ইসলাম (রাবি)

জিলহাজ্ব আবেদীন জোহা (হাবিপ্রবি)

নাছিম উদ্দীন (রাবি)

সেক্রেটারি স্কোয়াডের একমাত্র গোল:

প্রথমার্ধের শুরুতে প্রেসিডেন্ট স্কোয়াডের অধিনায়ক মো. মাহদী হাসান আল আমিনের ডি-বক্সে হ্যান্ডবলের কারণে সেক্রেটারি স্কোয়াড পেনাল্টি পায়।

হুজাইফা আহমেদ শাওন (হাবিপ্রবি) পেনাল্টি থেকে গোলটি করেন।

বিশেষ আয়োজন:

খেলা শুরু হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উপসংহার:

ম্যাচটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উপরে