বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বালু ব্যাবসায়ীকে খুন
বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের কর্মী ও বালু ব্যাবসায়ী আবু সাঈদ (৩২) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি আনুমানিক সাড়ে ১২টায় বগুড়া শহরের উপকন্ঠে চারমাথা এলাকার নিশিন্দারা পশ্চিমপাড়া গ্রামে। ইউসুফ আলীর পুত্র নিহত আবু সাঈদ বালু ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। দাম্পত্য জীবনে সামিয়া আক্তার (৭) নামের তার এক শিশু কন্যা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আবু সাঈদের চারমাথায় দোকান বন্ধ করে রাত্রি আনুমানিক ১২ টার দিকে বাড়ির দিকে যাইতে দেখেছি । তার কিছু পরেই শুনি তাকে কেউ কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ জালাল উদ্দীন জানান, ঘটনাটি শোনার পরেই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনের কারণ এবং খুনের সাথে কারা জড়িত তাদের সনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তবে খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।