পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
বগুড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৫তম ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের উদ্যোগে এবং পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
উদ্বোধনী পর্ব
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ তানভীর হানিফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম. রফিকুল আহসান।
অংশগ্রহণকারী ও কার্যক্রম
পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া জেলার তিন শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাপনী ও পুরস্কার বিতরণ
সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ তানভীর হানিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, ভাইস-চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম রফিকুল আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
‘এ’ ক্যাটাগরি (৫ম-৬ষ্ঠ শ্রেণি): ৭ জন বিজয়ী।
‘বি’ ক্যাটাগরি (৭ম-৮ম শ্রেণি): ২১ জন বিজয়ী।
‘সি’ ক্যাটাগরি (৯ম-১০ম শ্রেণি): ৪৩ জন বিজয়ী।
‘ডি’ ক্যাটাগরি (একাদশ-দ্বাদশ শ্রেণি): ১০ জন বিজয়ী।
বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিজিক্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিদ্যার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজন দেশের ভবিষ্যৎ বিজ্ঞানীদের সৃজনশীলতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। - খবর বিজ্ঞপ্তির