প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:৪১

বগুড়ায় কোম্পানীর টাকা আত্মসাতের অভিযোগ বিক্রয় প্রতিনিধি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কোম্পানীর টাকা আত্মসাতের অভিযোগ বিক্রয় প্রতিনিধি গ্রেফতার
বগুড়ায় পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড এর ফিল্টার বিক্রয়ের টাকা প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ মোমিনুর রহমান ওরফে মোমিন (৩৩) নামের বিক্রয় প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে 
গত  ২৬ ডিসেম্বর পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফজলুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় রুহুল আমিন রুবেল ও মনিরা আক্তার নামের দুইজনকে আসামী করা হয়।  
গ্রেফতারকৃত আসামী বগুড়া সদর উপজেলার পলশাবাড়ী দক্ষিণপাড়ার মোঃ আনিছুর রহমানের ছেলে। সে পাইওনিয়ার ফিন্ট্রেশন লিমিটেডে ফিল্টার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 
জানা যায়, আসামী মোমিনুর রহমান ওরফে মোমিন ২০২৩ সালের ১৬ ডিসেম্বর উক্ত কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি কোম্পানীর উৎপাদিত বিভিন্ন মালামাল বগুড়াসহ, কুমিল্লা, ফেনি, নোয়াখালী, চট্টগ্রাম নরসিংদী, টাঙ্গাইল ও পাবনা জেলার বিভিন্ন দোকানে বিক্রি করতেন। দোকানগুলোতে থেকে বিক্রি হওয়া মালামালে টাকা তিনি নিজেই তুলতেন। অথচ তিনি কোম্পানীতে উত্তোলনকৃত টাকা জমা দিতেন না। এভাবে তিনি কোম্পানীর প্রায় ১১ লাখ টাকা নিজের কাছে রেখে দেন। পরে দীর্ঘ সময় পার হলেও তিনি কোন টাকা জমা দেন না। একপর্যায়ে কোম্পানীর কর্মকর্তারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পায়। এরপর অভিযোগরে ভিত্তিতে পুলিশ গত শুক্রবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত মোমিনুর রহমান ওরফে মোমিন এর বিরুদ্ধে পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেডের ১১ লাখ আত্মসাতের অভিযোগ রয়েছে। 
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই আবু জাফর জানান, পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেডের প্রশাসনিক কর্তকর্তা ফজলুর রহমান বাদী হয়ে বিক্রয় প্রতিনিধি মোঃ মোমিনুর রহমান ওরফে মোমিনের বিরুদ্ধে ১১ লাখ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে শুক্রবার রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রকিয়া চলমান রয়েছে।
উপরে