প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৫ ২৩:৫২

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা গুরুতর আহত
ছবি- চাঁদনী বাজার

বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা গ্রামে দুর্বৃত্তদের হামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. হারুনুর রশীদ সাজু (৫০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতের পরিচয়
আহত মো. হারুনুর রশীদ সাজু নিশিন্দারা গ্রামের বাসিন্দা এবং জয়নাল আবেদীনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বগুড়া শহরে ব্যাটারির ব্যবসা করছেন।

পুলিশের বক্তব্য
বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। আহত সাজুর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই হামলা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে, এবং স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উপরে