প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫ ২৩:৩৮

উল্টোপথে বাস, ভোগান্তিতে জনগণ

আবু সাঈদ হেলাল, বগুড়া:
উল্টোপথে বাস, ভোগান্তিতে জনগণ

মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সংযোগ সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। জনগণের বহুদিনের আশা বাস্তবায়িত হয়েছে এ সড়কটির উদ্বোধনের মধ্য দিয়ে।

প্রায় ১৬ বছর আগে ১৩ কোটি টাকা ব্যয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ এই রাস্তার নির্মাণকাজ শুরু করে। পরে প্রকল্পের ব্যয় কয়েকবার বাড়িয়ে প্রায় এক মাস আগে কাজ শেষ করা হয়। রাস্তাটি খুলে দেওয়ার পর স্থানীয় যানবাহনের পাশাপাশি বড় বড় দূরপাল্লার কোচগুলোও এই রুট ব্যবহার করছে।

তবে এই কোচগুলো শহরের শেরপুর রোডে উঠতে গিয়ে নিয়ম মেনে ইউটার্ন না নিয়ে উল্টোপথে প্রবেশ করছে। এতে প্রায়ই বড় ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে।

বিষয়টি নিয়ে কয়েকজন বাসচালকের সঙ্গে কথা বললে তারা জানান, আগে বনানী মোড় দিয়ে ঘুরতে গিয়ে কয়েক কিলোমিটার বেশি পাড়ি দিতে হতো। কিন্তু মেডিকেল কলেজ রোড ব্যবহার করলে সময় ও দূরত্ব কমে যায়। তবে সিটি স্কুল সংলগ্ন ইউটার্ন ব্যবহার করতে গিয়ে সময় বেশি লাগে এবং যানজটের মুখোমুখি হতে হয়।

তাদের দাবি, যদি শেরপুর রোডের মুখসংলগ্ন রাস্তার কাটা আরো প্রশস্ত করা হতো, তবে গাড়ি ঘোরানো সহজ হতো। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

উপরে