জাঁকজমকপূর্ণ আয়োজনে বগুড়ায় বাংলাদেশ সমাচার পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন
বুধবার বগুড়া শহরের ম্যাক্স মোটেলে কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দেশের অন্যতম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জমকালো এই আয়োজনের সভাপতিত্ব করেন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান মমিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিন শাহিন।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক বগুড়া পত্রিকা-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। তিনি বাংলাদেশ সমাচার পত্রিকার দীর্ঘ ও সফল পথচলার কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাচার-এর সিনিয়র রিপোর্টার আব্দুল সালাম, বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি মামুন, জেলা ক্রাইম রিপোর্টার আশিকুর রহমান সুজনসহ উপজেলার অন্যান্য প্রতিনিধিরা।
সভায় জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান মমিন বলেন, "দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা আজ সারা দেশের মতো বগুড়ার মানুষের কাছেও একটি পরিচিত নাম। এই পত্রিকার সঙ্গে কাজ করতে গিয়ে গত আট বছরে আমার অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে।"
অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয়, যেখানে পত্রিকার প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।