প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫ ০০:০৮

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় আবু রায়হান মোল্লা (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খামারকান্দি শুভগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু রায়হান মোল্লা খামারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং ওই এলাকার জলিল মোল্লার ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, "গত ২ নভেম্বর করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু রায়হান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

উপরে