প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৫৩

বগুড়ায় বিএনপির সমাবেশে ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিএনপির সমাবেশে ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

বগুড়ায় বিএনপির সমাবেশে ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করে ছাত্রদল। এদিন ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ জনসমুদ্রে পরিনত হয়। জেলার ১২ উপজেলার ২৮ ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা পৃথক ব্যানারে শহরজুড়ে সমাবেশ সফল করার স্লোগান দেয়। গতকাল সোমবার বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহরে আসতে শুরু করে। ২৮টি ইউনিট সাতমাথা এলাকার শহীদ খোকন পার্কের সামনে গিয়ে একত্রিত হয়।খন্ড খন্ড মিছিলে নেতৃত্ব দেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ বিভিন্ন ইউনিটের নেতারা।গাবতলী, ধুনট, শেরপুর, কাহালু, শাজাহানপুর, আদমদীঘি, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি, সোনাতলাসহ ১২ উপজেলার ইউনিটের সমন্বয়ে উৎসবে মেতে ওঠে নেতাকর্মীরা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেয়।উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা করাসহ বিভিন্ন দাবিতে সমাবেশ আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। 

উপরে