প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৫ ২৩:৫০

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত আরও একজন

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত আরও একজন
সন্ত্রাসী হামলার প্রতীকী ছবি।

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন। আহত সাংবাদিকরা হলেন—দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন। তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক তরুণও হামলায় আহত হন।

ঘটনার সময় তাঁরা স্থানীয় একটি জুস বারের সামনে অবস্থান করছিলেন। জুস পান শেষে বাইরে বের হতেই একদল কিশোর বয়সী সন্ত্রাসী হঠাৎ তাদের ঘিরে ফেলে হামলা চালায়।

আহত সাংবাদিক খোরশেদ আলম জানান, “জুস খাওয়ার পর বাইরে বের হতেই কয়েকজন বখাটে হঠাৎ নিয়নকে ঘিরে ধরে এবং তার ওপর মারধর শুরু করে। তাকে রক্ষা করতে গেলে আমাকেও তারা মারধর করে। আমাদের সঙ্গী তৌফিকুল ইসলাম (নিরব) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।”

সাংবাদিক নিয়ন বলেন, “হামলাকারীদের বেশিরভাগকে চিনতে পারিনি, তবে একজন পূর্বপরিচিত ছিল। ধারণা করছি তারা আমাদের আগে থেকেই অনুসরণ করছিল। বের হওয়ার সময় নাম-পরিচয় জিজ্ঞাসা করে এবং এরপর পেছন থেকে হামলা চালায়। আমার মাথা ও চোখে প্রচণ্ড আঘাত লেগেছে।”

আহত তিনজনই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের শরীরে মাথা, চোখ ও হাতসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনাকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”

উপরে