গাজায় গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সংহতি প্রকাশ ও মানববন্ধন

গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে “গ্লোবাল স্ট্রাইক ফর প্যালেস্টাইন”-এর অংশ হিসেবে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং গাজায় অব্যাহত গণহত্যা বন্ধের আহ্বান জানান। প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা ইসরায়েলের অবরোধ, বোমা হামলা ও শিশু হত্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকেও তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আমিনুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) আবু জাহিদ মো. জগলুল পাশা, প্রক্টর মো. সাব্বির হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক, বিওটি সমন্বয়ক মো. খোরশেদ আলম, এস্টেট অফিসার মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, “মানবতার পক্ষে দাঁড়ানো কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের বিষয় নয়; এটি সকল ন্যায়বোধসম্পন্ন মানুষের নৈতিক দায়িত্ব।”
মানববন্ধনের দিন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম—ক্লাস, পরীক্ষা ও ল্যাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়।