প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৫ ০১:১৬

বগুড়ায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গত ৮ই এপ্রিল, মঙ্গলবার বগুড়া শহরে ইসরায়েলি বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় দুপুরের দিকে। ছাত্রদলের নেতাকর্মীরা সাতমাথার জিরো পয়েন্টে একত্রিত হয়ে সেখানে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানাতে শুরু করেন। স্লোগানগুলো ছিল, “আল্লাহু আকবার,” “ফ্রি ফ্রি প্যালেস্টাইন,” এবং “স্বাধীন ফিলিস্তিনের দাবি।” বিক্ষোভের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহল এবং বিশ্বের কাছে ফিলিস্তিনিদের উপর চলমান নিপীড়নের অবসান দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যেমন—বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশটি ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর পলাশের সঞ্চালনায় এবং সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর সভাপতিত্বে পরিচালিত হয়। প্রতিবাদ সমাবেশের পর, ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে, যা সাতমাথা থেকে শুরু হয়ে জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা তাদের ক্ষোভ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

এ ধরনের প্রতিবাদ কর্মসূচি সামাজিক আন্দোলন ও রাজনৈতিক প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর উদ্যোগ নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের একটি বাস্তব উদাহরণ।

উপরে