বগুড়ায় ছুরিকাঘাতে ৮ হাজার টাকা ছিনতাই, আহত ব্যক্তি হাসপাতালে

বগুড়ার শহরতলীর বনানী মিয়াপাড়া কবরস্থানের কাছে মহাসড়কে ছুরিকাঘাত করে এক ব্যক্তির কাছ থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম নিতেশ গাঙ্গুলী (৩৫)। তিনি বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় নিতেশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কইগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় নিতেশ গাঙ্গুলী মহাসড়কের মিয়াপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন।
তিনি জানান, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৮ হাজার টাকা এবং একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত নিতেশ গাঙ্গুলীর গ্রামের বাড়ি নড়াইল জেলায় হলেও তিনি বর্তমানে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজ পাড়ায় বসবাস করছেন। তার পিতার নাম নিত্য গাঙ্গুলী।
ইন্সপেক্টর আবু সুফিয়ান আরও জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।