প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫ ০১:০৮

বগুড়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১১ এপ্রিল জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গত ১০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বগুড়া সদর থানার মাটিডালি বিমান মোড় এলাকায় মাহাথীর হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে নাটোর জেলা সদরের চক শ্রীমন্তপুর গ্রামের মৃত সোহবান খাঁর ছেলে সোহেল খাঁ (৪৪) এবং একই জেলার দক্ষিণ বড় গাছা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪) কে গ্রেফতার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এদিকে, ডিবির এমন সাফল্যে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

উপরে