প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০০:৪৬
বগুড়ায় পহেলা বৈশাখের কর্মসূচি উদযাপন করবে 'দিন বদলের মঞ্চ'
খবর বিজ্ঞপ্তিঃ

বিগত বছরের মতো এবারেও দিন বদলের মঞ্চ বগুড়ায় দিনব্যাপী পহেলা বৈশাখের কর্মসূচি উদযাপন করতে যাচ্ছে।
পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হবে সকাল ৮টায় শুভ উদ্বোধন দিয়ে। কর্মসূচির উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বগুড়া ইয়ুথ কয়ার এর প্রতিষ্ঠাতা জনাব তৌফিকুল আলম টিপু।
দিনব্যাপী এই বৈশাখী অনুষ্ঠানে থাকছে বর্ষবরণের গান, শিশু সংগীত, দেশগান, পল্লীগীতি, নৃত্যানুষ্ঠান, গণমানুষের গান, আবৃত্তি, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা এবং পান্তা উৎসবসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
প্রতিটি অনুষ্ঠানে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করা হচ্ছে।