"বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চায়" — বগুড়ায় আব্দুস সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, “বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না, বরং জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়।” বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়ার একটি হোটেলে রাজশাহী বিভাগের জেলা ভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা নির্বাচনি রোডম্যাপ চেয়েছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা ঘোষণা করতে গড়িমসি করছে। এ বিলম্বের ফলে আবারও ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। এজন্য সরকারের প্রতি আহ্বান জানাই— যত দ্রুত সম্ভব নিরপেক্ষ নির্বাচন দিন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করুন, যাতে দেশ ফিরে পায় প্রকৃত মালিকদের অর্থাৎ জনগণকে।”
আব্দুস সালাম আরও বলেন, “বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমান গত ১৭ বছর ধরে ভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলন করে আসছেন। এই সময়ের মধ্যে তাদেরকে অবর্ণনীয় দমন-পীড়নের মুখে পড়তে হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কৃষকদলের নেতা কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুবদল কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন, বিএনপি নেতা শাহিন শওকত খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিরুল ইসলাম, ওয়াবইদুল চন্দন, জহির রায়হান আহম্মেদ প্রমুখ।