প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ ০২:০৯
Bogura News

বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক (ডিএডি) সুদীপ কুমার চৌধুরীকে বরখাস্ত করেছে কমিশন।

গত ১৬ এপ্রিল দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ আদেশ দেন। এ বিষয়ে কথা বলতে সুদীপ কুমারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

দুদক ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে বগুড়া ডিবি পুলিশের সাবেক এসআই (নিরস্ত্র) আলমগীর হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এরপর তিনি ২৪ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। অভিযোগ থেকে রেহাই দিতে তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার তার কাছ থেকে সাত লাখ টাকা ঘুষ দাবি করেন।

পুলিশ কর্মকর্তা আলমগীরের খালাতো বোন সুমাইয়া শিরিন ও অ্যাডভোকেট কামাল উদ্দিনের মাধ্যমে ওই ঘুষের একটি অংশ গ্রহণ করেন সুদীপ কুমার। তবে পুরো টাকা না দেওয়ায় ২০২১ সালের ২৪ জানুয়ারি আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন তিনি। পরদিনই আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে আলমগীর তার মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট সৈয়দ আসিফুর রহমানকে নিয়োগ দেন। মামলার পরবর্তী সময়ে সুদীপ কুমার ফোনে আইনজীবী আসিফুরের কাছ থেকেও ঘুষ দাবি করেন। আইনজীবী ওই ফোনালাপ রেকর্ড করেন এবং তা দুদকে জমা দেন।

ফরেনসিক পরীক্ষায় ফোনালাপের সত্যতা প্রমাণিত হলে দুদক সুদীপ কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

উপরে