প্রকাশিত : ৬ মে, ২০২৫ ০০:০০

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
হিরো আলম। ছবি- সংগৃহিত

বিয়ের আশ্বাসে ধর্ষণ, মারধর ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের বিরুদ্ধে বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

গত রোববার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। মামলাটি করেন সাদিয়া রহমান মিথিলা নামে এক নারী।

মামলায় হিরো আলম ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—হিরো আলমের মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন, এবং আহসান হাবাবী সেলিম।

অভিযোগপত্রে বলা হয়, অভিনয়ের সুযোগের আশ্বাস দিয়ে হিরো আলম বাদী মিথিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে মৌলভী ডেকে বিয়ের নাম করে বিভিন্ন জায়গায় সংসার করতে থাকেন। পরে কাবিনের জন্য চাপ দিলে হিরো আলম তাকে বগুড়ায় নিয়ে গিয়ে গর্ভপাতের জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় ২১ এপ্রিল তাকে মারধর করে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ করেন বাদী। পরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা চলে।

অভিযুক্ত হিরো আলম সংবাদমাধ্যমকে জানান, “আমি ওই নারীকে চিনি না। আমাকে ফাঁসাতে একটি চক্রান্ত করা হয়েছে।”

এ বিষয়ে পিবিআই বগুড়া কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তদন্ত শুরু করব এবং যথাযথ সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করব।”

উপরে