প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:৪১

বগুড়া জেলা মহিলাদলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মিলুর মৃত্যুতে সাবেক এমপি লালুর শোক

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়া জেলা মহিলাদলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মিলুর মৃত্যুতে সাবেক এমপি লালুর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী মজিরুন নেছা মিলু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ১৩ মে (মঙ্গলবার) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিরুন নেছা মিলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর শুনে বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু দ্রুত হাসপাতালে ছুটে যান এবং মরদেহ পরিবারের সদস্যদের সঙ্গে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বিএনপি নেতা ফজলে রাব্বি তোহা, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ নেতৃবৃন্দ।

উপরে