প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০১:১৩
আদমদীঘিতে এ্যাম্পল ইনজেকশন সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০টি এ্যাম্পল ইনজেকশন সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার (১৩ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত সোমবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০০টি এ্যাম্পল ইনজেকশন সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর স্টেশনপাড়া এলাকার রিপনের মেয়ে রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়া এলাকার এস্কেন আলীর মেয়ে বিথী আক্তার (৩০)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।