প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০১:৩৪

ডা. আব্দুল মান্নান বুলুর স্মরণে বগুড়ায় যুব ইউনিয়নের শোকসভা

খবর বিজ্ঞপ্তিঃ
ডা. আব্দুল মান্নান বুলুর স্মরণে বগুড়ায় যুব ইউনিয়নের শোকসভা

বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় ও বগুড়া জেলা কমিটির সাবেক নেতা ডা. আব্দুল মান্নান বুলুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় বগুড়ার সাতমাথায় উদীচী কার্যালয়ে যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

শোকসভায় বক্তারা বলেন, দেশের কোটি কোটি যুবক বেকার। প্রতি বছর প্রায় বিশ লাখ নতুন মুখ বেকারের তালিকায় যুক্ত হচ্ছে। এই সংকট নিরসনে রাষ্ট্রীয় উদ্যোগে নতুন নতুন কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বক্তারা অবিলম্বে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, সাজেদুর রহমান ঝিলাম, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, যুবনেতা অখিল পাল, রাজু আহমেদ, কৃষক সমিতি জেলা সহ-সভাপতি ফিরোজ আকতার পলাশ, ক্ষেতমজুর সমিতি জেলা সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক জয় ভৌমিক প্রমুখ।

উপরে