প্রকাশিত : ৪ জুন, ২০২৫ ০৩:১৭

বগুড়ায় তৃণমূল দলের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় তৃণমূল দলের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজ

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা তৃণমূল দল শহরের ফুলবাড়ি এলাকার সফিউল্লাহ মাদ্রাসার প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে।

গতকাল মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বগুড়া জেলা তৃণমূল দলের সভাপতি আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা তৃণমূল দলের উপদেষ্টা ও সাংবাদিক মীর্জা সেলিম রেজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন রাজু, জেলা তৃণমূল দলের সহসভাপতি ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, শহর শাখার সভাপতি আব্দুস সোবাহান শেখ, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান দুলাল, সোনাতলা উপজেলা তৃণমূল দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপরে