মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ, গাজীপুরে হৃদয় হত্যার বিচারের দাবিতে মিছিল

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ, নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং গাজীপুরে গ্রিনল্যান্ড গার্মেন্টস কারখানায় হৃদয় হত্যার বিচার দাবিতে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ (০২ জুলাই ২০২৫) সতমাথায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি এবং বীরমুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাসদ জেলা সদস্যসচিব দিলরুবা নুরী, সিপিবি বগুড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শাহনেওয়াজ কবির খান পাপ্পু, এবং সাজেদুর রহমান ঝিলাম প্রমুখ নেতৃবৃন্দ।
বসুর সমাবেশ সঞ্চালনা করেন বাসদ বগুড়া জেলা সদস্য মাসুদ পারভেজ।
নারী নির্যাতনের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ করা হয়, এরপর মব তৈরি করে তার নির্যাতন চালানো হয় এবং তার নগ্ন ভিডিও ধারন করে সেটি ভাইরাল করা হয়। এ ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এছাড়াও, নেতারা সারা দেশে নারীর প্রতি হামলা, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “নারী নির্যাতনের সাথে মব ভায়োলেন্সের বিস্তৃতি গোটা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের আকাঙ্খা ধ্বংস করছে এই মব ভায়োলেন্স। নারীদের অসম্মানিত ও বিপন্ন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। নারীর উপর ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক নিপীড়ন চলতে থাকলে সমাজে অস্থিরতা বৃদ্ধি পাবে।”
দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
নেতৃবৃন্দ আরো বলেন, “অবিলম্বে নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং ধর্ষকের শাস্তি জোরালোভাবে দাবি করা হয়েছে। একইভাবে গাজীপুরে শ্রমিক হৃদয় হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের নানা স্থানে দুর্বৃত্তদের আক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং যদি তা না দমন করা হয়, তবে আমাদের সমাজ ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাবে। এর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”