প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০২:৪২
বগুড়ায় ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা মহিলা দলের নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিমুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) বগুড়া সদরের ফুলবাড়ি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ রাজু হোসেন পাইকার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা এবং শহর মহিলা দলের সভাপতি সাহিনুর বেগম সানু।
এছাড়াও উপস্থিত ছিলেন—
১৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সোহেলী মাহমুদ, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সরকার, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সুবর্ণা আকতার মুক্তি, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবদলের সভাপতি রুকুন, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন, এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আসতারি, মনা, শিরিন, দুলালী, জাহাঙ্গীর, আনোয়ার, বিপ্লব, ইব্রাহীম, আসিক ও নুর আমিন।
বক্তারা বলেন, ডাঃ জোবাইদা রহমান একজন মানবিক, শিক্ষিত ও দক্ষ নারী নেতৃত্বের প্রতীক। তার জন্মদিনে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন একটি সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।