"দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচিতে বগুড়ায় এনসিপি’র পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে ৫ জুলাই

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী কর্মসূচি "দেশ গড়তে জুলাই পদযাত্রা" এর অংশ হিসেবে আগামী ৫ জুলাই (শুক্রবার) বগুড়ায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা শাখার আয়োজনে এদিন সকাল ৯টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় সাতমাথা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে পথসভা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্ভিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে গত ১ জুলাই রংপুর জেলার পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির এই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার শহর ও গ্রামে অনুষ্ঠিত হবে গণসংযোগ, প্রচারাভিযান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার লক্ষ্য হলো শহীদের কবর থেকে সাধারণ মানুষের উঠান পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার ডাক পৌঁছে দেওয়া। এতে অংশগ্রহণকারী সাহসী ছাত্র-জনতার কাছে এনসিপি জানতে চায়, তারা কেমন বাংলাদেশ চায়, তরুণ রাজনীতিবিদদের কাছে তাদের প্রত্যাশা কী এবং রাজনীতির নতুন ধারা সম্পর্কে তাদের ভাবনা কী।
প্রসঙ্গত, গত ৫ জুন এনসিপি “আপনার অনুদানে আগামীর বাংলাদেশ” ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি স্বচ্ছ ক্রাউডফান্ডিং মডেল চালু করে। ইতোমধ্যেই দেশ-বিদেশ থেকে প্রায় ২১ লক্ষ টাকা অনুদান পেয়েছে সংগঠনটি, যা এই কর্মসূচির বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে।
এনসিপি জানিয়েছে, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।