প্রকাশিত : ৮ জুলাই, ২০২৫ ০২:১১
বগুড়ার জহুরুল নগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের জহুরুল নগর এলাকায় আজ ৭ জুলাই এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি নিহার সুলতানা তিথি।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদ মিয়া, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিলুফা কুদ্দুস, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি বায়তুল্লাহ শেখ, যুবদল নেতা জনি মন্ডল, সোমা, শিল্পি,রেনু,শিউলি,রেনু,নুরজাহান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায়ই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে সকলকে অংশগ্রহণ করতে হবে।