প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ ০২:৪৯

তান্ডব’ সিনেমায় গান চুরির অভিযোগ, কপিরাইট লঙ্ঘনের প্রতিবাদে ইউসুফ স্বাধীন

নিজস্ব প্রতিবেদক
তান্ডব’ সিনেমায় গান চুরির অভিযোগ, কপিরাইট লঙ্ঘনের প্রতিবাদে ইউসুফ স্বাধীন

‘তান্ডব’ সিনেমায় নিজের লেখা ও সুর করা গান হুবহু নকল করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগীতশিল্পী ও কণ্ঠশিল্পী মোঃ ইউসুফ আলী স্বাধীন। সোমবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে তিনি বলেন, কপিরাইট লঙ্ঘনের এ ঘটনা প্রমাণ হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে ইউসুফ স্বাধীন জানান, গত বছরের ১৭ জুন ২০২৪, ঈদুল আযহার রাতে তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘মনুষ্য’ শিরোনামের একটি গান প্রকাশ করেন। গানটির কথা, সুর, কণ্ঠ এবং প্রযোজক সবই তার নিজের। এটি কিছুদিন পর তিনি চ্যানেল থেকে মুছে ফেলেন—পরিকল্পনা ছিল নিজের লেখা একটি চলচ্চিত্রে গানটি ব্যবহার করার।

তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ২০২৫ সালের ঈদুল আযহার ছবি ‘তান্ডব’-এ ইউসুফ স্বাধীন আবিষ্কার করেন, তার ‘মনুষ্য’ গানটির সুর হুবহু ব্যবহার করা হয়েছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি কিংবা পূর্বে জানানোও হয়নি। এতে কপিরাইট আইনের স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউসুফ স্বাধীন বলেন,

“গানটি তান্ডব সিনেমার টিমকে ব্যক্তিগতভাবে শুনিয়ে প্রমাণ দেওয়া হবে। প্রয়োজনে তাদের নিগার নোটিশ পাঠানো হবে এবং তারা যদি ইতিবাচক প্রতিক্রিয়া না দেখায়, তবে আইনের আশ্রয় নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিষয়টি শুধু তান্ডব টিমকে জানালেই হতো, কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর উদ্দেশ্য—শিল্পীদের মধ্যে কপিরাইট বিষয়ে সচেতনতা তৈরি করা।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলেন,

“শিল্পীদের অধিকার সংরক্ষণে পাইরেসি ও কপিরাইট লঙ্ঘনের বিষয়ে কঠোর নীতি প্রণয়ন জরুরি। শিল্পীদের জন্য একটি নিরাপদ সৃষ্টিশীল পরিবেশ থাকা আবশ্যক।”

ইউসুফ স্বাধীন তার বক্তব্যে আরও বলেন, শুধু শিল্প নয়, চলচ্চিত্র শিল্পকেও টিকিয়ে রাখতে হলে নতুন করে পরিকল্পনা দরকার।

“একসময় দেশে হাজারো সিনেমা হল ছিল। এখন অনেক কমে গেছে। একটি হল মানে শুধু সিনেমা নয়—সেটির সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িত। সরকারের উচিত চলচ্চিত্র শিল্পে মনোযোগ দিয়ে একে ব্যবসাসফল করতে উদ্যোগ নেওয়া।”

সংবাদ সম্মেলনের শেষে ইউসুফ স্বাধীন রাষ্ট্রীয়ভাবে শিল্পের মান রক্ষা, শিল্পীদের অধিকার সংরক্ষণ এবং নকল-চুরি বন্ধে নিয়মিত নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপরে