প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ০১:৩১

এসএসসি ফলাফলে গড়বড়: বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ৮৮৩ শিক্ষার্থীর ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে নম্বর বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক
এসএসসি ফলাফলে গড়বড়: বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ৮৮৩ শিক্ষার্থীর ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে নম্বর বিভ্রাট
বগুড়া জিলা স্কুলের ভবন। ছবি- সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বগুড়া জিলা স্কুল কেন্দ্রের অধীনে অংশ নেওয়া অন্তত ৮৮৩ জন শিক্ষার্থীর ফলাফলে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে অস্বাভাবিকতা দেখা দিয়েছে। এতে মেধাবী শিক্ষার্থীদের জিপিএ কমে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পরপরই এই সমস্যা নজরে আসে। দেখা যায়, ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে সকল শিক্ষার্থী ‘বি’ গ্রেড পেয়েছে এবং নম্বর তুলনামূলকভাবে অস্বাভাবিকভাবে কম এসেছে।

অভিভাবকরা জানান, অনেক শিক্ষার্থী অন্যান্য বিষয়ে ৯৫-৯৬ নম্বর পেলেও ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে মাত্র ২৫-এর মধ্যে নম্বর পেয়েছে। এতে করে তাদের মোট জিপিএ কমে গেছে, যা উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ভর্তি পরীক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিভ্রাটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, করোনেশন স্কুল, পৌর স্কুল, সেন্ট্রাল স্কুল, দারুল ইসলাম নৈশ বিদ্যালয়, আলোর মেলা কেজি স্কুল ও কালেক্টরেট স্কুল।

একপর্যায়ে ক্ষুব্ধ অভিভাবকরা বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিনের ওপর চড়াও হন। পরে কয়েকজন শিক্ষার্থী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সেলিমা নাসরিন এ বিষয়ে সাংবাদিকদের বলেন,

“কারিগরি ত্রুটির কারণে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ৫০ নম্বরের স্থানে ২৫ নম্বর প্রদর্শিত হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডকে জানিয়েছি।”

তিনি আরও জানান,

“শিক্ষা বোর্ড আশ্বাস দিয়েছে—আগামী রোববার (১৩ জুলাই) এর মধ্যে ফলাফল সংশোধন করা হবে।”

এ ঘটনার পর স্থানীয় শিক্ষাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিভাবকরা দাবি করেছেন, এই গড়বড় দ্রুত সংশোধন করে শিক্ষার্থীদের সঠিক ফলাফল নিশ্চিত করতে হবে।

উপরে