প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৩:১৫

বগুড়ায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণে গুরুত্ব, ২৩ জুলাই থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। - ছবি বিজ্ঞপ্তির

বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

সভায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপের পাশাপাশি পরিবেশ বিনষ্টকারী গাছ অপসারণের বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, উপ-প্রকৌশলী (সওজ) শেখ রুহুল আজম, গণপূর্ত সহকারী পরিচালক মোকছেদুল ইসলাম, এলজিইডি সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, সার্কেল অ্যাডজুট্যান্ট আয়নাল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক একলাস হোসেন সরকার, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি গোলজার হোসেন এবং সাধারণ সম্পাদক ফরমান আলীসহ অনান্যরা।

২৩ জুলাই থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৩ জুলাই সকাল ১০টায় শহীদ টিটু মিলনায়তন চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হবে। এতে নার্সারি মালিকদের দেশজ ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বেশি করে আনতে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসকের আহ্বান

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,
“পরিবেশ রক্ষায় প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, কৃষি জমির আইল—যেখানেই সম্ভব—দেশীয় ও ফলজ গাছ রোপণ করতে হবে। এতে পরিবার যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশ পাবে বিশুদ্ধ অক্সিজেন। এই বিষয়ে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিবর্গকে বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

উপরে